রুশদির ভূমিকায় নাসিরউদ্দিন!কৌশিকের পরিচালনায় সাহিত্যিকের ছুরি হামলা এবার মঞ্চে
কৌশিক সেনের পরিচালনায় এবার আসতে চলেছে সলমন রুশদির উপর যে ছুরি হামলা হয়েছিল সেই ঘটনার নাট্যরূপ। তবে বড় পর্দা বা OTT মাধ্যম নয়। সেই ঘটনা দেখা যাবে নাটকের মঞ্চে। আর নাম ভূমিকায় অর্থাৎ সাহিত্যিকের চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। কী ঘটেছে? আজকালের তরফে এদিন একটি রিপোর্টে জানানো হয় যে স্বপ্নসন্ধানী নাট্যদলের তরফে এবার সলমন রুশদির উপর যে ছুরি হামলা হয়েছিল সেই ঘটনাকে নাট্যরূপ দেওয়া হবে। সাহিত্যিকের উপর ঘটা সেই আক্রমণের বিবরণী তাঁরই লেখা বই নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড…




