পার্টি শুরু হয়ে গিয়েছে গুগলে, ডুডল এঁকে ২০২৩-কে জানানো হল বিদায়
ক্রিকেট বিশ্বকাপ হোক, স্বাধীনতা দিবস কি কোনও মহান ব্যক্তিত্বের জন্মদিন, প্রতিটি ক্ষেত্রেই এক বিশেষ ডুডলের মাধ্যমে দিনটিকে সেই উপলক্ষে উৎসর্গ করে থাকে গুগল। গুগলের হোমপেজ খুললেই সেদিনের ডুডল ভেসে ওঠে। আর আজ ২০২৩ সালের শেষ দিনেও তার কোনও ব্যাতিক্রম হল না। ২০২৪ সালকে স্বাগত জানাতে চেয়ে আজ নতুন একটি ডুডল প্রকাশ করেছে গুগল। এই ডুডলে ডিসকো বল আছে। আছে নানা রঙ। আলো, পার্টি, উৎসবের আবহে এই বছরকে বিদায় জানাতেই এই ডুডল প্রকাশ গগুলের। এদিকে আজকের ডুডল প্রসঙ্গে গুগল বলেছে,…