অনুশীলনে বড় চোট থাপার, মাঠ ছাড়লেন খুঁড়িয়ে! ডার্বির আগে চিন্তায় মোলিনা! হল MRI
ডার্বির আগেই বড় চিন্তায় মোহনবাগান সুপার জায়ান্ট দল। ডার্বি ম্যাচের আগে হাতে রয়েছে মাত্র ২দিন সময়। শনিবারই বড় ম্যাচ। আর তাঁর আগেই বুধবার মাঝমাঠের বড় ভরসা অনিরুদ্ধ থাপা চোট পেলেন অনুশীলনে। শেষ কয়েক সপ্তাহে মাঝমাঠের বড় ভরসা হয়ে উঠেছিলেন জাতীয় দলের এই ফুটবলার। কিন্তু ডার্বিতে তাঁকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হল। বুধবার অনুশীলনে বড় চোট পেলেন অনিরুদ্ধ থাপা। চোটের গুরুত্ব এতটাই ছিল যে পরে আর সেভাবে অনুশীলন করতে পারেননি তিনি। শুধু অনুশীলন করাই নয়, তিনি ঠিক মতো হাঁটতেও পারছিলেন…




