পৃথিবী ছাড়িয়ে চারচাকার দৌড় এবার চাঁদের মাটিতে, NASA-র থেকে বরাত পেল জাপান
নয়াদিল্লি: চাঁদের বুকে গাড়ি ছোটানোর কথা আগেই জানানো হয়েছিল। এবার সেই কাজে হাত দিল জাপান। চাঁদের মাটিতে ছোটানোর উপযুক্ত গাড়ি তৈরি করছে তারা। গাড়ির নকশা থেকে নির্মাণ, গোটাটাই জাপান সামলাবে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এই মুহূর্তে Artemis অভিযানে নিয়ে ব্যস্ত। ওই অভিযানের জন্যই গাড়ি তৈরির বরাত পেয়েছে জাপান। চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। (Pressurized Rover on Moon) চাঁদের মাটিতে গবেষণা সংক্রান্ত কাজে এই গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের মাটিতে অবতরণের পর ওই গাড়িতে চেপেই ইতিউতি বিচরণ করতে পারবেন…