একরত্তি ফ্যাকাশে নীল বিন্দু, চাঁদের আকাশে অস্ত গেল পৃথিবী, ক্যামেরাবন্দি অভিনব দৃশ্য
ক্যালিফোর্নিয়া: প্রায় পাঁচ দশক আগে বিশ্ব ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এ বার তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ (NASA)। তাদের উদ্যোগে নতুন করে ফের চাঁদের মাটিতে মানুষের পদচিহ্ন পড়া এখন সময়ের অপেক্ষা। তার আগে, সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আর তাতেই মহাশূন্য থেকে অপরূপ দৃশ্য সামনে এল, যেখানে চাঁদের আকাশে ফ্যাকাশে নীল রংয়ের পৃথিবীর দেখা মিলেছে (Lunar Mission)। তবে উপগ্রহের আকাশে সামনে নীলগ্রহের উপস্থিতি বিন্দুর আকারেই ধরা পড়েছে (Artemis I)। আর্টেমিস অভিযানের…