সৌরজগতের বাইরে কার্বন-ডাই-অক্সাইড, নবীন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে CO2 সমৃদ্ধ ৪ গ্রহ
নয়াদিল্লি: নয়াদিল্লি: ব্রহ্মাণ্ড নিয়ে গবেষণায় এবার নয়া মাইলফলক। সৌরজগতের বাইরে কার্বন ডাই অক্সাইডে সমৃদ্ধ চার-চারটি গ্রহের সন্ধান মিলল। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র James Webb Space Telescope এই গুরুত্বপূ্র্ণ আবিষ্কার ঘটিয়ে সাড়া ফেলে দিয়েছে। আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং শনি যেভাবে গড়ে উঠেছে, তার সঙ্গে ওই চার গ্রহের মিল রয়েছে বলে জানা গিয়েছে। প্রাণের সৃষ্টির ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ কার্বন ডাই অক্সাইডের শুষে, তা সংশ্লেষ করেই অক্সিজেন উৎপন্ন করে উদ্ভিদ। সেই অক্সিজেন গ্রহণ করেই বেঁচেবর্তে থাকে প্রাণীজগৎ।…