প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
নয়াদিল্লি: দীর্ঘ ন’মাস পর অবশেষে ঘরে ফেরার পালা। মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে রওনা দিল মহাকাশযান। ইলন মাস্কের SpaceX সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে। সেই মতো শনিবার সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিল তাদের Crew-10 মহাকাশযান। সব ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি। (Sunita Williams) SpaceX-এর Crew-10 রকেটটি যদিও যাত্রীশূন্য অবস্থায় রওনা দেয়নি মহাকাশে। মহাকাশযানটিতে চেপে পাড়ি দিয়েছেন চার মহাকাশযারীও। তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে…