উদ্ধার অভিযানেও বিপত্তি, অবশেষে সুনীতার কাছে পৌঁছচ্ছে নয়া মহাকাশযান, ফিরতে যদিও আরও কয়েক মাস
নয়াদিল্লি: শেষ মুহূর্তে অভিযান বাতিল হয়েছিল বেশ কয়েক বার। অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর মুখে ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Crew-9 মহাকাশযান। স্থানীয় সময় অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর রাত ১০টা বেজে ৪৬ মিনিটে ফ্লোরিডার স্পেস স্টেশন থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেয় Crew-9. আর কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে SpaceX-কে। (Sunita Williams Rescue Mission) SpaceX-এর Crew-9 Dragon Capsule-এ চেয়ে রওনা…