একটানা মহাকাশে আটকে, হাঁটতে ভুলে গিয়েছেন সুনীতা, তার পরও ইতিহাস রচনা করলেন
নয়াদিল্লি: মাত্র আটদিনের অভিযানে গিয়ে টানা আটমাস ধরে আটকে মহাকাশে। পৃথিবীতে নিরাপদে তাঁর ফেরা নিয়ে যখন উদ্বিগ্ন সকলে, সেই আবহেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশে ভেসে থাকতে থাকতে হাঁটতে ভুলে গিয়েছেন তিনি। সেই অবস্থাতেও ৫.৫ ঘণ্টা স্পেসওয়াকের নয়া রেকর্ড গড়লেন সুনীতা। (Sunita Williams) বৃহস্পতিবার মহাকাশে অভিযানের জগতে নয়া ইতিহাস রচনা করেছেন সুনীতা। নবমবারের জন্য সেদিন ফের স্পেসওয়াকে বের হন সুনীতা। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বাইরে সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের সঙ্গে স্পেসওয়াক করেন সুনীতা।…