WATCH | Sunita Williams Christmas: সুদূর মহাকাশেই সুনীতাদের বড়দিন পালন! ক্রিসমাস ট্রি, সান্তা-টুপি এইসব আসল কোথা থেকে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি নাসা-র পক্ষ থেকে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি ও ভিডিয়ো প্রকাশ করা হয়। আরও দুই মহাকাশচারীকেও দেখা গিয়েছে। যাঁরা সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছন। এবং সেই ছবি ও ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেখানে সুনীতা সহ সকলের মাথায় দেখা যাচ্ছে সান্তা টুপি সহ ক্রিসমাস ট্রি। এইসব আসল কোথা থেকে? দীর্ঘদিন ধরে তো মহাকাশে আটকে পড়ে আছেন তাঁরা। উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের থ্যাঙ্কস গিভিংয়ের অনুষ্ঠানও পালন করেছেন সুনীতা ও বুচ। To…