মহাকাশ থেকে দীপাবলির শুভেচ্ছা পাঠালেন সুনীতা উইলিয়ামস, আলোর উৎসব থেকে দূরে, মনে পড়ছে বাবাকে
নয়াদিল্লি: মাত্র আট দিনের অভিযানে গিয়েছিলেন। পাঁচ মাস হতে চললেও ফেরা হয়নি আর। মহাকাশেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকা নিবাসী নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। সেই অবস্থাতেই মহাকাশ থেকে পৃথিবীবাসীকে দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠালেন সুনীতা। আলোর উৎসবে পৃথিবী থেকে দূরে, মহাকাশে বসে বাবার স্মৃতিচারণায় ডুব দিলেন তিনি। সোমবার আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে দীপাবলি পালিত হয়। মহাকাশ থেকে ভিডিও কলের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেন সুনীতা। তিনি বলেন, “আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। হোয়াইট…