
নয়াদিল্লি: দীর্ঘ ন’মাস পর অবশেষে ঘরে ফেরার পালা। মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে রওনা দিল মহাকাশযান। ইলন মাস্কের SpaceX সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে। সেই মতো শনিবার সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিল তাদের Crew-10 মহাকাশযান। সব ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি। (Sunita Williams)
SpaceX-এর Crew-10 রকেটটি যদিও যাত্রীশূন্য অবস্থায় রওনা দেয়নি মহাকাশে। মহাকাশযানটিতে চেপে পাড়ি দিয়েছেন চার মহাকাশযারীও। তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে Crew-19 অভিযানে যুক্ত মহাকাশচারীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন। সেই Crew-9 মহাকাশচারীদের সঙ্গেই পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি। চলতি সপ্তাহের গোড়াতেই মহাকাশযানটির রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে অভিযান পিছিয়ে যায়। অবশেষে শনিবার সকালে রওনা দিল উদ্ধারকারী মহাকাশযানটি। (Barry Wilmore)
SpaceX-এর Crew-10 মহাকাশযানটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র বাণিজ্যিকীকরণ প্রকল্পের অংশ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে চার মহাকাশচারীকে পৌঁছে দেবে সেটি, NASA-র অ্যান ম্যাক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের JAXA-র তাকুয়া ওনিশি এবং রাশিয়ার ROSCOSMOS-এর কিরিল পেশকভকে। ওই চার জনকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নামিয়ে NASA-র সুনীতা, ব্যারি, নিক হেগ এবং ROSCOSMOS-এর অলেকজান্ডার গরবুনভকে পৃথিবীতে ফিরিয়ে আনবে Crew-10.
Have a great time in space, y’all!
#Crew10 lifted off from @NASAKennedy at 7:03pm ET (2303 UTC) on Friday, March 14. pic.twitter.com/9Vf7VVeGev— NASA (@NASA) March 14, 2025
এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, সেই অনুযায়ী, Crew-9 অভিযানে যাঁরা মহাকাশে গিয়েছিলেন, সেই নিক, অলেকজান্ডার এবং Boeing Starliner-এর মহাকাশযানে চেপে মহাকাশে পৌঁছনো সুনীতা ও ব্যারি আগামী বুধবার, ১৯ মার্চ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে পারেন। আমেরিকার ফ্লোরিডা উপকূলে চার মহাকাশচারীকে নিয়েনামার কথা সেটির।
২০২৪ সালের জুন মাসে আট দিনের অভিযানে মহাকাশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। কিন্তু গোড়া থেকেই তাঁদের অভিযান ঘিরে একের পর এক বিপত্তি দেখা দেয়। যান্ত্রিক গোলযোগের জেরে অভিযান পিছিয়ে যায় বার বার। উড়ানের পর মহাকাশযান থেকে তরল চুঁইয়ে পড়ার খবর আসে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশযানটিকে নোঙর করানো গেলেও, ত্রুটি-বিচ্যুতি এড়ানো যায়নি। তাই ত্রুটিপূর্ণ মহাকাশযানে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে ফেরানোর ঝুঁকি নেয়নি NASA. মহাকাশযানটিকে পৃথক ভাবে ফিরিয়ে আনা হয় পৃথিবীতে। কিন্তু সুনীতা এবং ব্যারি আটকে পড়েন মহাকাশে।
সেই থেকে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরানোর উদ্যোগ চলছিল। কিন্তু তাতেও পর পর বাধা আসে। ঘোষণা হয়েও বার বার পিছিয়ে যায় পৃথিবীতে তাঁদের প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত শনিবার তাঁদের ফেরানোর জন্য রওনা দিল মহাকাশযান। ইতিমধ্যেই মহাকাশযানে প্রায় ন’মাস কাটিয়ে ফেলেছেন সুনীতা এবং ব্যারি।
(Feed Source: abplive.com)