Operation Sindoor: OTT-তে সার্জিকাল স্ট্রাইক ভারতের, নাম-ও-নিশান থাকবে না পাকিস্তানের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাত- অপারেশন সিঁদুর (Operation Sindoor), এবার তার প্রভাব পড়ল বিনোদন দুনিয়ায়। কিছুদিন আগেই পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের ভারতে কাজ করা ব্যান করা হয়। এবার পাকিস্তানে (Pakistan) তৈরি এমন সিনেমা এবং ওয়েব সিরিজ ভারতের কোনও ওটিটিতে না দেখানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক বা হিংসা ছড়ায় এমন বিষয়বস্তু সম্পর্কে…

