জনসম্মুখে একে-অপরকে গালাগালি করছেন করণ-তেজস্বী? চর্চা বাড়তেই মুখ খুললেন অভিনেতা
করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১৫ (২০২১)-এ ভাগ নেওয়ার পর থেকেই, জমিয়ে প্রেমটা করছেন। সঙ্গে এই জুটি রয়েছেন ক্রমাগত চর্চায়। কখনো তাঁদের বাগদানের খবর রটে, কখনো ব্রেকআপের, কখনো আবার লিভ ইন করার। তবে এবার বুধবার সকালে, তাঁদের সম্পর্ক নিয়ে মাতামাতি-তে বিরক্তি প্রকাশ করতে দেখা গেল করণ কুন্দ্রাকে। করণ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ইউটিউব ভিডিয়োর স্ক্রিনশট শেয়ার করেছেন, যা তেজস্বীর সাথে তাঁর সম্পর্ককে কাঁটাছেড়া করে বানানো হয়েছে। একটি ভিডিয়োতে দাবি করা হয় যে, করণ-তেজস্বীর…



