Rakhi Sawant: ‘৪৭ লক্ষের বিনিময়ে আমার নগ্ন ভিডিয়ো বেচেছে আদিল’ বিস্ফোরক অভিযোগ রাখির…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেল থেকে ছাড়া পেয়েই রাখি সাওয়ান্তের(Rakhi Sawant) বিরুদ্ধে সরব হয়েছেন তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুররানি(Adil Khan Durrani)। আর্থিক প্রতারণা(Financial Fraud) থেকে গার্হস্থ্য হিংসা(Domestic Violence) আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন রাখি। গোপনেই প্রেমিক আদিলকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু একসময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই এই বিয়ে ছেড়ে বেরিয়ে আসেন রাখি। ফের সেই বিয়ের কারণেই খবরের শিরোনামে উঠে এলেন তিনি। জেল থেকে বেরিয়েই রাখির বিরুদ্ধে হেনস্থা ও শারীরিক নিগ্রহের অভিযোগ করেন আদিল।…