Alipurduar News: ‘এক সন্ধ্যায় শরীরচর্চা করতে গিয়েই চোখে পড়ে…’! স্ট্রিট লাইটের নীচেই ‘রাতের স্কুল’ চালিয়েই ভাইরাল বিমান
সন্ধ্যা নামলেই আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের একটি কোণ হয়ে ওঠে পড়াশুনোর স্থান। শিশুদের কলতানের পাশাপাশি তাঁদের পড়াশুনো শেখার অমোঘ ইচ্ছে, এই একটি কোণের আলোকে দ্বিগুন করে তোলে।এই স্থানেই শিশুদের ভবিষ্যত গড়ে তোলার কাজ করছেন বিমান সরকার নামের এক যুবক। বিমান ও তার পড়ুয়ারা আলিপুরদুয়ার: সন্ধ্যা নামলেই আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের একটি কোণ হয়ে ওঠে পড়াশুনোর স্থান। শিশুদের কলতানের পাশাপাশি তাঁদের পড়াশুনো শেখার অমোঘ ইচ্ছে, এই একটি কোণের আলোকে দ্বিগুন করে তোলে। এই স্থানেই শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার কাজ করছেন…




