Arijit Singh: যত কাণ্ড শান্তিনিকেতনে! অরিজিতের নামে থানায় দায়ের অভিযোগ, যুক্ত দেহরক্ষীও…
প্রসেনজিত্ মালাকার: প্রখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের হল শান্তিনিকেতন থানায়। অভিযোগ করেছেন স্থানীয় সুভাষপল্লীর বাসিন্দা ও সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা।পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৩ অগাস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শ্যুটিং চলছিল অরিজিৎ সিংয়ের। সেই সময় কোপাইয়ের দিকে কর্মস্থলে যাচ্ছিলেন কমলাকান্ত লাহা। অভিযোগ, শ্যুটিংয়ের জন্য অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রথমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়েও পথ না ছাড়ায় তিনি পুনরায় অনুরোধ জানান। তখন তাঁকে…







