শেষ জীবনে দুর্দশা-অসম্মান চাননি, গোপনে নিষ্কৃতি-মৃত্যু বেছে নেন নোবেলজয়ী! সামনে এল শেষ চিঠি
নয়াদিল্লি: বয়স হয়েছিল ৯০ বছর। তাই বার্ধক্যজনিত কারণ বলেই মনে হয়েছিল। কিন্তু নোবেলজয়ী ড্যানিয়েল কানেমানের মৃত্যু নিয়ে এবার জলঘোলা শুরু হল। একবছর আগেই প্রয়াত হন ড্যানিয়েল। এতদিন পর তাঁর মৃত্যুর কারণ খোলসা হল। জানা গেল, বার্ধক্য়জনিত কারণ বা অসুস্থতার জেরে নয়, নিজেই নিষ্কৃতি-মৃত্যু বেছে নিয়েছিলেন তিনি। আর এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। নিষ্কৃতিৃ-মৃত্যুর বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। (Daniel Kahneman Death) ইজরায়েলি-আমেরিকান মনোবিদ, নোবেল পুরস্কার বিজয়ী ড্যানিয়েল কানেমান ২০২৪ সালের ২৬ মার্চ মারা যান। সেই সময়…