জ্যাকি চ্যানের মৃত্যুর খবরে শোরগোল, উদ্বেগ প্রকাশ অনুরাগীদের, শেষে সত্য জানা গেল
নয়াদিল্লি: বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে গুজবের শেষ নেই। আর সেই আবহেই গুজবের শিকার হলেন, আর এক জনপ্রিয় অভিনেতা। অভিনেতা জ্যাকি চ্যানের মৃত্যুর ভুয়ো খবর ঘিরে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অভিনেতা দিব্যি আছেন বলে খবর। (Jackie Chan Death Hoax) ৭১ বছর বয়সি জ্যাকি পরিচিতি গোটা পৃথিবীতে। হলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। পেশাগত কারণে যেমন খবরে থাকেন জ্য়াকি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। তাঁর মৃত্যুর ভুয়ো খবরও এই প্রথম ছড়াল না। (Jackie Chan) নতুন…









