Faisal Khan on Aamir Khan: ‘১ বছর বাড়িতে আটকে জোর করে ওষুধ খাওয়াত’! আমিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাই ফৈসলের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমির খানের (Aamir Khan) হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন তাঁর ভাই ফৈসল খান (Faissal Khan)। তবে প্রথম ছবিই ধরাশায়ী হয়েছিল বক্স অফিসে। অভিনেতা হিসাবে মান্যতা না পাওয়া ফৈসল দ্রুতই সরে যান সিনেমা থেকে। সম্প্রতি তিনি এক ভয়ংকর অভিযোগ করেন তাঁর দাদা আমিরের বিরুদ্ধে। তিনি দাবি করেন যে তাঁর নিজের পরিবারই তাঁকে নির্যাতন করেছে এবং এক বছরের জন্য তাঁকে আটকে রেখেছিল। ভয়ংকর অভিজ্ঞতা ফৈসলের এক সাক্ষাৎকারে ফৈসল তাঁর সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা বলেন, “ওরা আমাকে…

