সীমান্তে চোখ রাঙানি ড্রাগনের, লাদাখে ২১৮ কোটির বিমানঘাঁটি গড়ছে ভারত, ঘোষণা G20-র সমাপ্তিতে
নয়াদিল্লি: সীমান্ত সংঘাত ঘিরে তলানিতে পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। তার জেরে ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে (G-20 Summit) যোগ দেননি চিনের প্রেসিডেন্ট শি চিনপিং। সেই নিয়ে দুই দেশের বোঝাপড়া আরও নষ্ট হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তবে জি-২০ সম্মেলনের সমাপ্তিপর্বে চিনকে কার্যতই চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। রবিবার সম্মেলনের সমাপ্তি ঘোষণার ঠিক আগে ভারতের তরফে লাদাখে বিমানঘাঁটি (Ladakh Airfield) তৈরির ঘোষণা হল সরকারি ভাবে। (India-China Conflict) কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বর্ডার রোডস অর্গানাইজেশনকে এই বিমানঘাঁটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব লাদাখের…