WATCH Hania Aamir: ‘টু হানা আমির, ফ্রম ইন্ডিয়া’! তৃষ্ণার্ত পরম সুন্দরী পাক নায়িকা, ভারত থেকেই ভক্ত…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) জঙ্গিদের হত্যালীলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। গোট দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, পহেলগাঁওতে ষড়যন্ত্রী ও জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেবেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ভারত পাঁচ চরম কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে। যার মধ্যে সর্বাধিক চর্চিত- সাময়িক ভাবে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা (Indus Waters Treaty)! ১৯৬০ সালে ভারত-পাকিস্তানের এই চুক্তি…



