Donald Trump: সাদা বাড়িতে ফিরে এই ৫ কাজ করে ফেলতে চান ট্রাম্প
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মার্কিন যুক্তরাষ্ট্রের গদিতে ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এলে আমেরিকার সুদিন আসবে বলে জানিয়েছেন ট্রাম্প। নির্বাচনে যুক্তরাষ্ট্রের সেনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এতে নিজের লক্ষ্য পূরণ আরও সহজ হবে তাঁর জন্য। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটা লক্ষ্য নিয়ে দেশ চালাব। যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পূর্ণ করব। এখন সাধারণভাবে দেখতে গেলে ট্রাম্পের সামনে পড়ে রয়েছে এইসহ কাজ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে শত শত কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। বরাবরই এর কড়া সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প।…