১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল ! MGNREGA-র নাম বদলে হবে ‘পুজ্য বাপু যোজনা’ ?
Pujya Bapu Yojna : ফের নাম বদল হতে পারে ১০০ দিনের কাজের প্রকল্পের (100 Days Work)। মনরেগা (MGNREGA) পাল্টে হবে ‘পূজ্য বাপু’ গ্রামীণ রোজগার গ্যারান্টি ? সেই ক্ষেত্রে ১০০ থেকে বেড়ে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেবে মোদি সরকার। এমনই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শীঘ্রই কেন্দ্রীয় MGNREGA-এর নাম পরিবর্তন করে পূজ্য বাপু গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা বিল ২০২৫ পাশ করতে পারে সরকার। শীঘ্রই এই বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, ২০০৫ (MGNREGA)-এর নাম পরিবর্তন করে…







