কন্যাসন্তানকে নিয়েই কাটছে সময়.. মাতৃত্বকালীন ছুটি নিয়ে সাহসী সিদ্ধান্ত দীপিকার
কলকাতা: সদ্য মা হয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কোলে এসেছে কন্যাসন্তান। অনেকেই অপেক্ষায়, কবে আবার কাজে ফিরবেন দীপিকা পাড়ুকোন? তবে শোনা যাচ্ছে, এখনই নাকি কাজে ফিরবেন না দীপিকা। আলিয়া ভট্ট (Alia Bhatt) বা অন্যান্য অভিনেত্রীদের মতো সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই কাজে না ফিরে, একটা দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন দীপিকা। যদিও তাঁর হাতে একাধিক ছবির কাজ রয়েছে। বাকি পড়ে রয়েছে ‘সিংঘম এগেন’ ছবির শ্যুটিংও। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবিতেই অভিনয় করেছিলেন দীপিকা। তবে এখনই নাকি সেটে দেখা যাবে না তাঁকে।…