কন্যাসন্তানকে নিয়েই কাটছে সময়.. মাতৃত্বকালীন ছুটি নিয়ে সাহসী সিদ্ধান্ত দীপিকার

কন্যাসন্তানকে নিয়েই কাটছে সময়.. মাতৃত্বকালীন ছুটি নিয়ে সাহসী সিদ্ধান্ত দীপিকার

কলকাতা: সদ্য মা হয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কোলে এসেছে কন্যাসন্তান। অনেকেই অপেক্ষায়, কবে আবার কাজে ফিরবেন দীপিকা পাড়ুকোন? তবে শোনা যাচ্ছে, এখনই নাকি কাজে ফিরবেন না দীপিকা। আলিয়া ভট্ট (Alia Bhatt) বা অন্যান্য অভিনেত্রীদের মতো সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই কাজে না ফিরে, একটা দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন দীপিকা। যদিও তাঁর হাতে একাধিক ছবির কাজ রয়েছে। বাকি পড়ে রয়েছে ‘সিংঘম এগেন’ ছবির শ্যুটিংও। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবিতেই অভিনয় করেছিলেন দীপিকা। তবে এখনই নাকি সেটে দেখা যাবে না তাঁকে। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রণবীর সিংহ (Ranveer Singh)-ও।

শোনা যাচ্ছে, দীপিকা তাঁর একরত্তি সন্তানের জন্য কোনও ন্যানি রাখেননি। নিজের হাতেই সন্তানকে বড় করতে চান তিনি। তাকে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কাজই নিজের হাতে করছেন দীপিকা। অনেকেই এই কথা জানেন যে দীপিকা পরিবার ভালবাসেন। রণবীর সিংহের পরিবারের সঙ্গেও দীপিকার ভীষণ ভাল সম্পর্ক। দীপিকা চেয়েছিলেন একটি নির্দিষ্ট সময়ে তিনি মা হবেন। কেরিয়ারের কারণে কখনোই নিজের পরিবারকে অবহেলা করেননি তিনি। আর যখন কোলে এসেছে সন্তান, তখন দীপিকা সবার আগে রাখতে চান সেই সন্তানকেই। একরত্তি মেয়েই এখন তাঁর কাছে প্রাধান্য।

শোনা যাচ্ছে, দীপিকা মেয়ে একটু বড় হয়ে যাওয়ার পরেই কাজে যোগ দেবেন। কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি, তবে এই কথাও স্পষ্ট করে দিয়েছেন, সন্তানের জন্য কখনোই ক্যামেরা থেকে দূরে সরে যাবেন না তিনি। মেয়ে একটু বড় হয়ে গেলেই কাজে ফিরবেন দীপিকা। সেই সময়ে যে কোনও চরিত্রেই অভিনয় করতে আগের মতোই প্রস্তুত থাকবেন তিনি। তবে এই সময়ে নিজেকে ও নিজের পরিবারকে একটু সময় দিতে চান তিনি। আজ দীপিকা ও রণবীরের বাড়িতে গিয়েছিলেন দীপিকা ও রণবীরের বাবা-মা। একরত্তির সঙ্গে দেখা করতেই এসেছিলেন তাঁরা।

অন্যদিকে কন্যা জন্মের পরে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন দীপিকা। এর আগে ‘মন্নত’-এর পাশে রণবীর ও দীপিকা মিলিতভাবে একটি বাংলো কিনেছিলেন। তবে নতুন এই অ্যাপার্টমেন্ট দীপিকা কিনেছেন নিজের টাকাতেই। মা হওয়ার পরে এটাই তাঁর প্রথম বড় লগ্নি।

(Feed Source: abplive.com)