শ্লীলতাহানির মামলায় পৃথ্বী শকে জরিমানা করল আদালত, আর কী বললেন বিচারপতি?
মুম্বই: একটা সময় তিনি ছিলেন দেশের সেরা ব্যাটিং প্রতিভা । অনেকে বলতেন, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলির (Virat Kohli) পর এত বড় মাপের ক্রিকেটার আর ভারতে জন্মায়নি । শুভমন গিলদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন । যদিও পৃথ্বী শ এখন ক্রিকেটের জন্য কম, বিতর্কের জন্য বেশি খবরে থাকেন । পৃথ্বীর বিরুদ্ধে এক মহিলাকে শারীরিক নির্যাতন করার মামলা চলছে । এক তরুণী অভিযোগ করেছিলেন, তাঁর প্রশ্নের জবাব দেওয়ার জন্য ভারতের ক্রিকেটারকে নির্দেশ দিয়েছিল মুম্বইয়ের একটি আদালত । বার…



