Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘জেলবন্দি করে রাখলেও, মনে রয়ে গিয়েছে কেষ্ট’, বীরভূমি দাঁড়িয়ে অনুব্রতর কথা মমতার মুখে
‘জেলবন্দি করে রাখলেও, মনে রয়ে গিয়েছে কেষ্ট’, বীরভূমি দাঁড়িয়ে অনুব্রতর কথা মমতার মুখে

সিউড়ি: এক বছরেরও বেশি সময় ধরে জেলে অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যা মণ্ডলও দিল্লির তিহাড় জেলেই রয়েছেন। বীরভূমের রাজনীতিতে তাঁর অভাব যেমন বোধ করছে তৃণমূল, ‘কেষ্ট’র অনুপস্থিতি নিৃয়ে এবার মুখ খুললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। বীরভূমে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে অনুব্রতকে কতদিন জেলে আটকে রাখা হয়েছে, সেই কথা তুলে ধরলেন তিনি। (Mamata on Anubrata) রবিবার সিউড়িতে সভা করেন মমতা। সেখানেই অনুব্রতর কথা উঠে আসে তাঁর মুখে। মমতা বলেন, “বীরভূমে চক্রান্ত চলছে। কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখেছে। কিন্তু মানুষের মন…

Read More