Noida Software Engineer Death: ৭০ ফুট গভীর নালায় গাড়ি, বাবার সামনে তিলে তিলে মৃত্যু ছেলের! নয়ডায় গাফিলতির বলি ২৭ বছরের ইঞ্জিনিয়ার
এমন কি, একজন ডেলিভারি বয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই যুবককে উদ্ধার করতে নালার জলে নামলেও বিপর্যয় মোকাবিলী বাহিনী অথবা পুলিশের কেউ সেই চেষ্টাটুকুও করেননি বলে অভিযোগ মৃত যুবকের বাবার৷ মৃত ওই যুবকের নাম যুবরাজ মেহতা৷ একটি নির্মাণ প্রকল্পের কাজের জন্য খোড়া নালার মধ্যে গাড়ি পড়ে যাওয়ার পর প্রাণে বাঁচতে মরিয়া চেষ্টা করেছিলেন যুবরাজ৷ দরজা খুলে কোনওমতে গাড়ির ছাদে উঠে পড়েন তিনি৷ এর পর সাহায্যের জন্য নিজের বাবা এবং বন্ধুদের ফোনও করেন ওই যুবক৷ যদিও শেষ রক্ষা হয়নি৷ ঘটনার…





)


