লক্ষ্য নক আউট, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে কাল নামছে বাংলা

লক্ষ্য নক আউট, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে কাল নামছে বাংলা

লালি: রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে নামতে চলেছে বাংলা (Bengal Cricket Match)। মঙ্গলবার হরিয়ানার (Haryana) লালিতে গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি হতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারিরা। লক্ষ্মীরতণ শুক্লর (Laxmiratan Shukla) কোচিংয়ে রঞ্জিতে নেমেছে এবার বাংলা। হরিয়ানার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে নক আউটে পা রাখাই একমাত্র লক্ষ্য তাদের।

এই মুহূর্তে গ্রুপে শীর্ষে রয়েছে বাংলা। ৫ ম্যাচে ঝুলিতে তারা পুরে নিয়েছে ২৫ পয়েন্ট। শেষ ম্যাচে বঢোদরার বিরুদ্ধে ৭ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলা। দলের ২ টপ অর্ডার ব্য়াটার অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি। শেষ কয়েকটি ম্যাচে ২ জনই বড় রান করেছেন। মিডল অর্ডারে অনুষ্টুপ ও মনোজের কাঁধে থাকবে দায়িত্ব। তবে অলরাউন্ডার শাহবাজ আহমেদকে পাবে না বাংলা। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতের ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন শাহবাজ। তবে তাঁর অনুপস্থিতিতে প্রদীপ্ত প্রামানিক তুরুপের তাস হয়ে উঠতে পারেন দলের জন্য। পেস বোলিং বিভাগে মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল থাকছেন। তবে পিচের চরিত্র বুঝে শেষ মুহূর্তে অতিরিক্ত এক পেসার খেলাতেও পারে বাংলা টিম ম্য়ানেজমেন্ট।

হতাশ সরফরাজ

ধারাবাহিক পারফর্মার মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে। কিন্তু এরপরও বারবার ব্রাত্য হয়েছেন। তিনি সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যেক টুর্নামেন্টেই নিজের ছাপ রেখেছেন। কিন্তু এত কিছুর পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ মেলেনি এই ডানহাতি ব্য়াটারের। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে দলে নেওয়া হলেও ভাবা হয়নি এই ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে ভারতের এই মুহূর্তের অন্যতম সফল ব্যাটার সরফরাজ খানকে। স্বভাবতই কিছুটা হতাশ তরুণ এই ব্য়াটার।

সরফরাজ বলছিলেন, ”আমি যেখানেই যেতাম সেখানেই শুনতে পেতাম যে খুব তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ আসবে আমার। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মেসেজ। ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় অনেকেই লিখেছিলেন যে তোমার সময়ও আসবে। আমি অসম থেকে দিল্লি পৌঁছেছিলাম। কিন্তু সারারাত ঘুমোতে পারিনি। বারবার মাথায় আসছিল যে কেন জাতীয় দলে আমি নেই। কিন্তু বাবার সঙ্গে কথা বলার পর যদিও আমি আবার স্বাভাবিক হতে পেরেছি। ডিপ্রেশনে চলে যেতে চাই না কোনওভাবেই। আমি আবার চেষ্টা করব।”

(Feed Source: abplive.com)