ভক্ত যখন গাওস্কর! কিংবদন্তির শার্টে অটোগ্রাফ দিলেন ধোনি

ভক্ত যখন গাওস্কর! কিংবদন্তির শার্টে অটোগ্রাফ দিলেন ধোনি

চেন্নাই: তিনি নিজেই বলে থাকেন, চেন্নাই তাঁর সেকেন্ড হোম। এখানকার মানুষের কাছে এত ভালবাসা, সম্মান তিনি পেয়েছেন যে, বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি প্রিয় মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন?

রবিবার ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ম্যাচে কেকেআরের কাছে ৬ উইকেটে হারতে হয় চারবারের চ্যাম্পিয়ন সিএসকে-কে। তাদের প্লে অফ ভাগ্য এখনও নির্ধারিত হয়নি। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট রয়েছে ধোনিদের। পয়েন্ট টেবিলে এখনও দুই নম্বরে সিএসকে। তবে প্লে অফ নিশ্চিত করতে গেলে শেষ ম্যাচ জিততে হবে চেন্নাইকে। না হলে জটিল অঙ্কের ধাঁধায় জড়িয়ে পড়বে প্লে অফের রাস্তা।

তবে চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচ খেলবে দিল্লিতে। দিল্লি ক্যাপিটালসের হোমগ্রাউন্ডে। এই মরসুমের মতো ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলল সিএসকে। আর তাই ধোনিকে নিয়ে আবেগে ভাসল গোটা শহর। কেন?

সরাসরি কোথায় না বলেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে রবিবারই ঘরের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন ধোনি। স্বাভাবিকভাবেই মাহিকে নিয়ে আবেগের জোয়ার।

যে জোয়ারে গা ভাসালেন কিংবদন্তি সুনীল গাওস্করও। নিজের শার্টে ধোনির অটোগ্রাফ নিয়ে রাখলেন লিটল মাস্টার।

রবিবার তখন কেকেআর বনাম সিএসকে ম্যাচ সবে শেষ হয়েছে। চেন্নাইয়ের সমর্থকদের অভিবাদন কুড়নোর জন্য মাঠ প্রদক্ষিম করছিলেন সিএসকে ক্রিকেটারেরা। ছিলেন ধোনিও। সেখানেই ধোনির দিকে এগিয়ে যান গাওস্কর। যিনি ধারাভাষ্যকার হিসাবে মাঠে ছিলেন। ধোনির কাছে গিয়ে তাঁর শার্টে অটোগ্রাফ দেওয়ার আব্দার করেন। এক কিংবদন্তির অনুরোধ মেটালেন আর এক কিংবদন্তি। ধোনি পেন নিয়ে অটোগ্রাফ দেন গাওস্করের শার্টে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বাইরাল হয়ে যায়। পরে চেন্নাই সুপার কিংসের তরফেও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে ক্যাপশন, ‘এই ছবিটা সরাসরি আমাদের হৃদয়ে গেঁথে গিয়েছে’।

চিপকের ময়দানে কেকেআরের দুই তারকা স্পিনার দুর্দান্ত বোলিং করে নাইটদের জয়ের ভিত গড়েই দিয়েছিলেন। সিএসকের বিরুদ্ধে (CSK vs KKR) শুরুটা কিছুটা নড়বড়ে করলেও, ১৪৫ রান তাড়া করতে নেমে রিঙ্কু-রানার ব্যাটে ভর করে নয় বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল কেকেআর। রিঙ্কু ৫৪ ও রানা ৫৭ রান করেন। এই জয়ের ফলে কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা বজায় রাখল কেকেআর।

(Feed Source: abplive.com)