‘দশম অবতার’ -এর প্রথম চমক প্রকাশ্যে এল। এই ছবির মূল ব্যক্তিদের দেখা মিলল এক ফ্রেমে। সকাল সকাল ভক্তদের রীতিমত তাক লাগিয়ে এই ছবি উপহার দিলেন সৃজিত মুখোপাধ্যায়।
সৃজিত এদিন যে ছবি পোস্ট করেন সেখানে তাঁর সঙ্গে রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখকে দেখা যায়। আর ছবির মধ্যমণি হয়ে আছেন জয়া আহসান। একদম ‘দাবাং’ লুকে ধরা দিলেন ছবির মূল ব্যক্তিরা। সবার পরনে সাদা শার্ট এবং জিন্স। একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁদের ছবি তুলতে দেখা যায়। এই ছবিটি পোস্ট করে লেখেন, ‘শীঘ্রই আসছে।’ প্রসঙ্গত, এদিন বাগবাজারের বসুবাটীতে ছবির লোগো লঞ্চের অনুষ্ঠান হয়। সেখান থেকেই এই ছবি পোস্ট করেন ‘অটোগ্রাফ’ ছবির পরিচালক।
আর এই ছবি দেখেই এক প্রকার ঘুম ছুটেছে ভক্তদের! এক ব্যক্তি মজা করে লেখেন, ‘খেলা হবে।’ কেউ কেউ তাঁদের পোশাকের রং দেখে লেখেন, ‘জয় আর্জেন্টিনা।’ অনেকেই জানান তাঁরা এই ছবির জন্য মুখিয়ে আছেন। একসঙ্গে এতজন গুণী মানুষকে দেখে সকলেই অভিভূত। পুজোয় যে বড়সড় কোনও চমক অপেক্ষা করে রইল সেটা স্পষ্ট।
প্রসঙ্গত এই ছবিতে আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল। কিন্তু তিনি গর্ভবতী হওয়ার কারণে তাঁর জায়গায় এই ছবিতে থাকবেন জয়া। একটা সময় সৃজিত-জয়ার প্রেম নিয়ে কম চর্চা হয়নি। আবারও তাঁরা একত্রে কাজ করবেন এই ছবিতে। ফলে স্বাভাবিক ভাবেই নতুন করে শুরু হয়েছে চর্চা।
এই ছবিতে অভিনয়ের চমকের সঙ্গে গানেও যে বিশাল চমক থাকবে সেটা স্পষ্ট। আর হবে নাই বা কেন, রূপম, অনুপম, ইন্দ্রদীপ তিনজনই আছেন যে! চলতি বছরের পুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতার। এখানেই দেখা মিলবে তাঁর ড্রিম কাস্টিংকে। ‘বাইশে শ্রাব’ণ এবং ‘ভিঞ্চি দা’র দুই দুঁদে পুলিশ অফিসার অর্থাৎ প্রবীর রায়চৌধুরী এবং এসিপি পোদ্দার দুজনেই থাকবেন ‘দশম অবতার’-এ। ফলে টানটান রোমহর্ষক কোনও থ্রিলারের সাক্ষী যে বাংলায় এই পুজোয় থাকবে সেটা বলাই যায়।
(Feed Source: hindustantimes.com)