কলকাতা লিগের সুপার সিক্স রাউন্ড থেকে আরও দূরে চলে গেল মোহনবাগান সুপার জায়ান্টস দল। এবারের কলকাতা লিগে একদমই ছন্দে দেখা যায়নি সবুজ মেরুনকে। তুলনায় অখ্যাত দল যখন নজর কেড়েছে তরুণ ফুটবলারদের নিয়ে, তখনই বাগানের রিজার্ভ বেঞ্চ নিজেদের প্রমাণে ব্যর্থ হয়েছে। সিনিয়র দলে সুযোগ পেতে গেলে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের সুযোগ পেলেই জ্বলে উঠতে হয়, কিন্তু মোহনবাগান ফুটবলাররা জ্বলে উঠতে পারলেন কই। সামনে রয়েছে ডুরান্ড কাপের ডার্বি, তার আগে কলকাতা লিগের ম্যাচে তেমন ফোকাসই দেখা গেল না দেগি কার্ডোজোর ছেলেদের মধ্যে। বেশ কয়েকজন ফুটবলারকেই ক্যালকাটা কাস্টমসের বিপক্ষে পাননি বাগান কোচ, ফলে ম্যাচও না জিতেই মাঠ ছাড়তে হল মোহনবাগানকে।
কলকাতা লিগের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে গোলশূন্য ড্র করল সবুজ মেরুন শিবির। এই ড্রয়ের ফলে লিগ টেবিলে সাত নম্বরে নেমে গেল বাগান, পাশাপাশি সুপার সিক্সের রাস্তাও কঠিন হয়ে গেল রাজ বাসফোর, টাইসনদের সামনে। ৯টি ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচে জিতেছে মোহনবাগান,হেরেছে দুটি ম্যাচে, ড্র হল ৪টি ম্যাচ। ডার্বি হারের পাশাপাশি এর আগের ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে হেরে যাওয়ায় এই ম্যাচ কার্যত মাস্ট উইন ছিল, কিন্তু সালাহউদ্দিন, ফারদিন আলি মোল্লারা তেমন নজর কাড়তে পারলে না।
সামনে ডার্বি থাকায় এই ম্যাচে খেলেননি বাগানের স্ট্রাইকার সুহেল ভাট, আক্রমণে পজিটিভ স্ট্রাইকারের অভাব বেশ ভালোরকম ভোগায় দলকে। রবি রানা, টাইসনরা থাকলেও দলের জয়ের জন্য যে কাঙ্খিত গোল দরকার, সেটাই করতে পারেনি বাগানের ফারদিন আলি মোল্লা, ভিয়ানরা। এই ম্যাচে নিষ্প্রভ দেখালো উইংগার রবি বাহাদুর রানাকেও। বোঝাই যাচ্ছিল আক্রমণের ফুটবলারদের সঙ্গে মাঝমাঠের খেলোয়াড়দের তেমন কোনও বোঝাপড়া নেই, তাই সঙ্ঘবদ্ধ তেমন আক্রমণও তৈরি হল না।
সুহেল ভাট একাই নন, এই ম্যাচের আগেই বাগানের হেড কোচ হোসে মোলিনা অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাসদেরও ডেকে নিয়েছিলেন সিনিয়র দলের অনুশীলনে। তাই ভাঙা দল নিয়েই কাস্টমসের মুখোমুখি হতে হয়েছিল কলকাতা লিগের জন্য বাগানের কোচ কার্ডোজোকে, ফলে দলের খারাপ পারফরমেন্সের সব দায় যে তাঁর একারই, তেমনটাও নয়।
(Feed Source: hindustantimes.com)