BFC-র কাছে ৩ গোল খেয়েও মোলিনা বিরক্ত নন ডিফেন্সে! দায় ঠেললেন স্ট্রাইকারদের ওপর…

BFC-র কাছে ৩ গোল খেয়েও মোলিনা বিরক্ত নন ডিফেন্সে! দায় ঠেললেন স্ট্রাইকারদের ওপর…

চলতি বছরের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস দল। সেই ডুরান্ড কাপ ফাইনাল থেকে শুরু হয়েছে, হয় মোহনবাগান ড্র করছে নয় হারছে। মাঝে নর্থইস্টের বিরুদ্ধে একটা ম্যাচে জিতলেও সেদিন খেলা দেখেই বোঝা গেছিল, মোহনবাগান যে ফুটবলটা গত মরশুমে খেলেছিল সেই ফুটবল খেলতে পারেনি। জয় এসেছিল বটে, কিন্তু সেক্ষেত্রে গোল খেয়েছিল। বেঙ্গালুরুর বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর মোলিনা এবার কাঠগড়ায় তুললেন দলের স্ট্রাইকারদের, যদিও তাঁর যুক্ত কতটা ঠিক সেই নিয়ে প্রশ্ন রয়েছে।

মোহনবাগান দল বেঙ্গালুরু বিপক্ষে কান্তিরাভায় লজ্জাজনক ফুটবল খেলেছে। কোচ সাংবাদিক সম্মেলনে বললেন বটে, যে দল শেষ মূহূর্ত পর্যন্ত গোলের চেষ্টা করেছে। কিন্তু সেই সব কথা এতকাল কলকাতা লিগের ছোট দলগুলো মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের পর বলত। এই কথা অন্তত গত দুবারের আইএসএলের সফলতম দলের কোচের মুখে মানায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

স্ট্রাইকারদের দিকে আঙুল তুললেন মোলিনা-

বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর মোলিনা হারের জন্য দায় চাপালেন স্ট্রাইকারদের ওপর। এক্ষেত্রে তাঁর যুক্তি খেলায় প্রাধান্য বিস্তার করে স্ট্রাইকাররাই। তাঁর আক্রমণের ফুটবলাররা প্রতিপক্ষের ওপর যত বেশি চাপ রাখতে পারবে ততটা ডিফেন্সও মজবুত হলে। তাই ঘুরিয়ে গোল খাওয়ার জন্যেও আক্রমণের ফুটবলারদের ওপরই দায় চাপালেন মোলিনা।

হারের পর কি ব্যাখ্যা মোহনবাগান সুপার জায়ান্টস কোচের?

মোলিনা বলছেন, ‘কিছু ম্যাচে আমরা রক্ষণের ভুলে গোল খেলেও আমাদের আক্রমণের দোষেও গোল খাচ্ছি, কারণ স্ট্রাইকাররা রক্ষণকে সাপোর্ট দিতে পারছে না। আমার মনে হয় আক্রমণ যত ভালো হবে,রক্ষণও তত মজবুত হবে। দুটোই একই ব্যাপার। আমরা মিসপাস করেছি অনেকগুলো, বল পজিশনও ধরে রাখতে পারিনি। খারাপ খেলেছি, তবে এই পারফরমেন্স ভুলে সামনে দিকে তাকাতে হবে ’।

মোহনবাগান কোচ আরও বলছেন, ‘এমনিতে প্রত্যেক ম্যাচ থেকেই আমরা ইতিবাচক কিছু খুঁজে বার করে থাকি। কিন্তু বেঙ্গালুরু ম্যাচে আমরা যেরকম খেলেছি, তাতে এখান থেকে ভালো কিছুই খুঁজে পাচ্ছি না। আশা করছি পরের ম্যাচ থেকে দলের উন্নতি হবে এবং ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে পারব। সমর্থকদের জন্য খারাপ লাগছে, যে তাঁরা এতদূরে এসেছিলেন খেলা দেখতে, আর আমরা জিততে পারলাম না ’। প্রসঙ্গত, ৫ই অক্টোবর রয়েছে মহমেডান বনাম মোহনবাগান সুপার জায়ান্টসের মিনি ডার্বি।

(Feed Source: hindustantimes.com)