IND vs ENG: লিডসে লজ্জার রেকর্ড ভারতের! এমন কাণ্ড আগে কোনও দিন ঘটেনি!

IND vs ENG: লিডসে লজ্জার রেকর্ড ভারতের! এমন কাণ্ড আগে কোনও দিন ঘটেনি!

IND vs ENG 1st Test: লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত ৪৭১ রান করেও মাত্র ৬ রানের লিড পায়। ভারত বড় লিড নিতে পারত, কিন্তু ভারতীয় ফিল্ডাররা একের পর এক ক্যাচ ফেলায় সেই সুযোগ হাতছাড়া হয়।

লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত ৪৭১ রান করেও মাত্র ৬ রানের লিড পায়। ভারত বড় লিড নিতে পারত, কিন্তু ভারতীয় ফিল্ডাররা একের পর এক ক্যাচ ফেলায় সেই সুযোগ হাতছাড়া হয়। বিশেষ করে জসপ্রীত বুমরাহর বোলিংয়ে চারটি নিশ্চিত ক্যাচ ফেলা হয়। যা একটি রেকর্ডের সমান। এত ক্যাচ না ফেললে অনেক আগেই শেষ হয়ে যেত ইংল্যান্ডের ইনিংস।