মুম্বই: আর্থিক তছরুপের মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)-কে টানা ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল দিল্লি পুলিশ (Delhi Police)-এর ইকোনমিক উইং (EOW) । জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোট টাকা আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়ে গিয়েছিল জ্যাকলিনের । আজ সেই মামলাতেই জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ।
এর আগে দিল্লি পুলিশের ইকোনমিক উইং (EOW)-এ গিয়ে এদিন হাজিরা দিতে হয়েছিল আরেক বলি অভিনেত্রী নোরা ফতেহিকে (Nora Fatehi )। পিঙ্কি ইরানির সঙ্গে জিজ্ঞাসাবাদের কথা বলে ডাকা হয়েছিল তাঁকে। এদিন লম্বা কাটো হুডিতে মুখ ঢেকে হাজির হয়েছিলেন নোরা । মুখে ছিল কালো মাস্কও । ৫ ঘণ্টা ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ ।
নোরার জিজ্ঞাসাবাদের পরে ইকোনমিক উইং-এর বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব এএনআই-কে জানিয়েছিলেন, তদন্তে সাহায্য করেছেন নোরা । কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তরে নোরা চুপ করে ছিলেন, কোনও উত্তর দেননি ।
এবার নোরা ও পিঙ্কির থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে জ্যাকলিনকে । এদিন থানা থেকে বেরনোর সময় ক্যামেরাবন্দি হন জ্যাকলিন । পাপাৎরাজিদের সঙ্গে এই নিয়ে কোনও কথা বলতে চাননি তিনি ।
#WATCH | Delhi: Actor Jacqueline Fernandez leaves from the Delhi Police EoW (Economic Offences Wing) office after being questioned for several hours in the Sukesh Chandrashekhar money laundering case. pic.twitter.com/o4ByKAftS8
— ANI (@ANI) September 19, 2022
এর আগে ১৪ সেপ্টেম্বরও তলব করা হয়েছিল জ্যাকলিনকে। বার বার হাজিরা এড়ালেও এদিন হাজিরা দিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। এদিন ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রীকে। এদিন পিঙ্কির মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল জ্যাকলিনকে।
Delhi | Actor Jacqueline Fernandez arrives at Delhi Police EoW (Economic Offences Wing) for questioning in the Sukesh Chandrashekhar money laundering case. pic.twitter.com/U37rZynlRu
— ANI (@ANI) September 19, 2022