মুম্বই: ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় নাম জড়িয়েছে বলিউডের দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং নোরা ফতেহির (Nora Fatehi)। এই মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের থেকে একাধিক মূল্যবান উপহার পেয়েছেন দুই তারকা। সেই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুই নায়িকাকে। তারইমধ্যে জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নোরা ফতেহি। তার উত্তর দিয়েছেন জ্যাকলিনও। আর এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নোরা।
কাকে বিঁধে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নোরা ফতেহি?
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন বলিউডের ডান্সিং ডিভা নোরা ফতেহি। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে লেখা রয়েছে, ‘আমার বাবা মা আমাকে শেখায়নি কারও থেকে সুবিধা নিতে। আমার উদ্দেশ্য সবসময়ই সৎ থেকেছে।’ নোরার এই পোস্ট দেখে নেটিজেনরা আন্দাজ করছেন যে, তিনি সম্ভাবত জ্যাকলিন ফার্নান্ডেজকে বিঁধেই এই পোস্ট করেছেন।