‘কোহলি- ধোনির পুজো বন্ধ হোক’ – নিদান হাঁকলেন গৌতম গম্ভীর, দাগলেন বড় তোপ
#নয়াদিল্লি : গৌতম গম্ভীর নিজের অদ্ভুত মন্তব্য করেন যাঁর জন্য তিনি শিরোনাম ছিনিয়ে নেন৷ যা মনে হয় তা মুখের ওপর বলে দেন। গম্ভীর সোজাসাপ্টা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের হিরো হিসেবে পুজো করা বন্ধ হওয়া উচিত৷ তারকা ক্রিকেটারদের এক হাত নিয়ে এই কথা বলেছেন গৌতম গম্ভীর৷ গম্ভীরের মতে , কপিলদেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের ছেড়ে দল নিয়ে কথা বলা উচিত৷ পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন একজন ক্রিকেটারকে ছেড়ে ফোকাস করার পর দল এবং সব খেলোয়াড়দের ওপর নজর দিতে হয়৷ যাঁরা…