ওরা চায় না চাকরি হোক, তাই ওরা কুটুস কুটুস কুটুস পিঁপড়ের কামড় দিচ্ছে: মমতা
নিয়োগ দুর্নীতি মামলায় চাপের মুখে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের ‘শহিদ দিবস’এর মঞ্চ থেকে তিনি বলেন, ‘ বলছে, বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না। আলবাত দেবো। ক্ষমতা থাকলে তোমরা রুখবে যাও। এক দিকে তুমি আমায় বন্ধ করবে, অন্য দিকে চালু করব।’ এদিন মমতা দাবি করেন, ‘কোর্টে কেস চলছে তাই, নইলে আমাদের টিচারিতে ১৭ হাজার পোস্ট রেডি আছে। যে পোস্টগুলো ভর্তি করার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে। কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা…










