Medicines: ডেকে আনতে পারে মৃত্যু! ডাস্টবিনেও নয়, নর্দমায় ফেলুন এই ১৭ ওষুধ… এতটাই জীবনের ঝুঁকি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডাস্টবিনে নয়। ড্রেইনে ফেলুন। ১৭টি ওষুধ নিয়ে এমনই সতর্কবাণী জানাল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন । বলা হচ্ছে, এই ১৭ ওষুধ একমাত্র যাকে প্রেসক্রাইব করা হয়েছে। তিনি-ই শুধু খেতে পারেন। অন্য যে কেউ খেলে তাঁর চরম বিপদ হতে পারে। পাশাপাশি, এই ১৭ ওষুধের মেয়াদ পেরিয়ে গেলে, সেগুলি ডাস্টবিনে নোংরা আবজর্নার মধ্যে ফেলাও নিরাপদ নয়। সেগুলিকে কমোডে ফেলে ফ্লাশ করে দিতে হবে বা নর্দমার জলে ফেলে দিতে হবে। যাতে ভুলক্রমে মানুষ বা অন্য কোনও প্রাণীর…





)




