‘ওরা আমাদের লড়িয়ে দিতে চাইত’,সাফল্য চিড় ধরিয়েছে দুই বোন কৃতি-নুপূরের সম্পর্কে?
‘হিরোপান্তি’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন কৃতি শ্যানন। দেখতে দেখতে বলি ইন্ডাস্ট্রিতে এক দশক পার করে ফেলেছেন অভিনেত্রী। কৃতির মতো তাঁর বোনও অভিনয় দুনিয়াতে নিজের কেরিয়ার গড়ছেন, তবে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি নুপূর। এদিকে দুই বোন অভিনেত্রী হলে তুলনা চলে আসে বৈকি। আর তাই নিজেদেরই আত্মীয়দের নিশানায় ছিলেন কৃতি-নুপূর। সম্প্রতি সেবিষয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন কৃতি। দুই বোনকে একে অপরের সঙ্গে তুলনা তাঁদের সম্পর্ককে কি প্রভাবিত করেছে? এপ্রশ্নের জবাবে কৃতি বলেন, ‘আমাদের পরস্পরের প্রতি অনুভূতি এতটুকুও বদলায়নি। আমার…