প্রথম বর্ষপূর্তিতে পর্দায় ফিরছে তারা-সাকিনা জুটি, বধির দর্শকদের জন্য ‘গদর ২’র বিশেষ স্ক্রিনিং!
নয়াদিল্লি: ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২’ (Gadar 2)। ফের পর্দায় স্মৃতি উস্কে জুটি বাঁধেন সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel)। মুক্তির প্রথম বর্ষপূর্তিতে এক দারুণ ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। পুনরায় এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে (re-release), তবে রয়েছে বিশেষ চমক। ওই যেমন কথায় বলে, ‘with a twist’। পুনরায় পর্দায় মুক্তি পাচ্ছে ‘গদর ২’, থাকছে বিশেষ চমক জি স্টুডিওস ও ইন্ডিয়া সাইনিং হ্যান্ডসের যৌথ উদ্যোগে পুনরায় প্রেক্ষাগৃহে আসছে সানি-আমিশার ‘গদর ২’। ছবি মুক্তির প্রথম বর্ষপূর্তিতে…