Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Vivek Agnihotri on Saswata Chatterjee: ‘এত বিতর্ক! বেঙ্গল ফাইলসের জন্য জাতীয় পুরস্কার পেতে পারেন শাশ্বত…’
Vivek Agnihotri on Saswata Chatterjee: ‘এত বিতর্ক! বেঙ্গল ফাইলসের জন্য জাতীয় পুরস্কার পেতে পারেন শাশ্বত…’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন গোপাল মুখার্জির নাতি তো অন্যদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)’দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্ক থেকে কার্যত নিজেকে সরিয়ে রাখারই আভাস দিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি কোনো ঐতিহাসিক নন, কেবল একজন অভিনেতা। তিনি জোর দিয়ে বলেন যে একটি গল্পের রাজনৈতিক দিক বিচার করা তাঁর কাজ নয়। শাশ্বত আরও বলেন, ছবির নাম ‘দ্য দিল্লি ফাইলস’…

Read More

‘কাশ্মীর ফাইলস’-এর পর ‘বেঙ্গল ফাইলস’, হঠাৎই ছবির নামবদল বিবেক অগ্নিহোত্রীর, ভোটের আগেই মুক্তি
‘কাশ্মীর ফাইলস’-এর পর ‘বেঙ্গল ফাইলস’, হঠাৎই ছবির নামবদল বিবেক অগ্নিহোত্রীর, ভোটের আগেই মুক্তি

মুম্বই: কাশ্মীর ঘুরে পশ্চিমবঙ্গের উপর নজর পড়েছিল আগেই। এবার নিজের পরবর্তী ছবির নামও পাল্টে দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর পরবর্তী ছবির নাম এতদিন ‘The Delhi Files’ ছিল। কিন্তু ছবির নাম পাল্টে ‘The Bengal Files: Right to Life’ রাখার সিদ্ধান্ত নিলেন বিবেক। তাঁর দাবি, ছবির নাম পশ্চিমবঙ্গের নামানুসারে হোক বলে মানুষের তরফে দাবি তোলা হচ্ছিল। মানুষের সেই দাবিই মেনে নিলেন তিনি। এতদিন ছবিটির নাম ছিল ‘The Delhi Files: The Bengal Chapter’. (The Bengal Files) সোশ্যাল মিডিয়ায় ছবির নয়া নামকরণের ঘোষণা…

Read More