Vivek Agnihotri on Saswata Chatterjee: ‘এত বিতর্ক! বেঙ্গল ফাইলসের জন্য জাতীয় পুরস্কার পেতে পারেন শাশ্বত…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন গোপাল মুখার্জির নাতি তো অন্যদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)’দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্ক থেকে কার্যত নিজেকে সরিয়ে রাখারই আভাস দিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি কোনো ঐতিহাসিক নন, কেবল একজন অভিনেতা। তিনি জোর দিয়ে বলেন যে একটি গল্পের রাজনৈতিক দিক বিচার করা তাঁর কাজ নয়। শাশ্বত আরও বলেন, ছবির নাম ‘দ্য দিল্লি ফাইলস’…


