নারায়ণ মূর্তির ‘৭০ ঘণ্টা কাজের’ বার্তার পরে অফিসে আসা বাধ্যতামূলক করছে ইনফোসিস
কোভিডকালে সব আইটি সংস্থাই ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর রীতি চালু করেছিল। কোভিড চলে গেলেও সেই রীতি থেকে গিয়েছিল। পরে ‘হাইব্রিড’ মোড শুরু হয়। মাঝে মাঝে অফিসে অফিসে গিয়ে কাজ, মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম। তবে সম্প্রতি সব সংস্থাই চাইছে, তাদের কর্মীরা যাতে অফিসে গিয়ে কাজ করুক। এই আবহে এবার কড়া নির্দেশিকা জারি করতে চলেছে ইনফোসিস। সব কর্মীদেরই এবার অফিসে এসে কাজ করা বাধ্যতামূলক করতে চলেছে সংস্থা। কয়েকদিন আগেই ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বলেছিলেন, এখনকার যুব প্রজন্মকে সপ্তাহে ৭০ ঘণ্টা করে…