বাড়ি থেকে কাজ বন্ধ! কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন অফিসে আসার নির্দেশ দিল উইপ্রো
অফিসে না এলে কেটে নেওয়া হবে ছুটি। ওয়ার্ক ফ্রম হোম কালচার তুলে, এবার কর্মচারীদের অফিসে নিয়ে আসার জন্য মরিয়া উইপ্রো। ভারতের এই তৃতীয় বৃহত্তম আইটি কোম্পানি, তার কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসার নির্দেশ দিয়েছে, অন্যথায় একদিনের ছুটি কেটে নেওয়া হবে। জানা গিয়েছে, বেঙ্গালুরু-ভিত্তিক উইপ্রো লিমিটেড, তার কর্মীদের কাছে, এ সংক্রান্ত একটি ইমেলও পাঠিয়েছে। ২ সেপ্টেম্বর কর্মীদের পাঠানো এই ইমেলে আরও কিছু নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে উইপ্রো তার এইচআর ম্যানেজমেন্ট টিমকে নির্দেশ দিয়েছে যাতে এবার থেকে আর…








