JEE Mains Exam 2025: সারা দেশে জয়েন্টে তাক লাগানো রেজাল্ট অর্চিষ্মানের, কে তাঁকে অনুপ্রেরণা দিয়েছিল জানেন?
JEE Mains Exam 2025: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে খড়গপুরের IIT-তে ভরতি হতে চান অর্চিষ্মান। ভবিষ্যতে তাঁর কী করার ইচ্ছে জানেন? অর্চিষ্মান নন্দী পশ্চিম মেদিনীপুর: পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, বলেছিলেন তাঁর দাদু। দাদুর দেখানো পথেই পড়াশোনা করে সফলতা জুটেছে অর্চিষ্মান নন্দীর। জয়েন্ট এন্ট্রান্সে ১০০ শতাংশ নম্বর পেয়ে মন জিতে নিয়েছে সকলের। লক্ষ্য আইআইটি থেকে পড়াশোনা করে বিজ্ঞানী হওয়ার। দাদু ছিলেন আইআইটি খড়গপুরের একজন প্রাক্তনী। দাদু তাঁর কাছে অনুপ্রেরণা। পড়াশোনাকে চাপ না মনে করে উপভোগ করেছে এই পড়ুয়া। বিজ্ঞানের বিভিন্ন বিষয়…