রোহিতদের প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও যৌতুক নেওয়ার অভিযোগ, মুখ খুললেন তারকা
নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে ভারতীয় সাজঘর ভাগ করেছেন তিনি। জাতীয় দলের হয়ে ১৫০-র অধিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আইপিএলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও তিনি। সেই তারকা ক্রিকেটারের বিরুদ্ধেই এবার উঠল গার্হস্থ্য হিংসা ও যৌতুক নেওয়ার মতো গুরুতর অভিযোগ। কে সেই ক্রিকেটার? রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের প্রাক্তন অমিত মিশ্র (Amit Mishra) এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁর স্ত্রী গার্হস্থ্য হিংসা (Domestic Violence) ও যৌতুক নিয়ে চাপ দেওয়ার জন্য মামলা দায়ের করেছেন। অমিত মিশ্রর স্ত্রী তরফে নাকি…