Indian Railways : ট্রেনের RAC বার্থ, পুরুষ ও মহিলাকে একসঙ্গে এক সিটে সফর করতে হলে কী হয়? রেলের নিয়ম কী বলছে, জেনে নিন
Indian Railways- অনেক সময় ট্রেন ভ্রমণের সময় এমন হয় যে RAC (Reservation Against Cancellation) বার্থে দুজন যাত্রীকে একই সিটে জায়গা দেওয়া হয়। এখন প্রশ্ন হল, যদি সেই দুই যাত্রীর একজন পুরুষ এবং অন্যজন মহিলা হন, তা হলে কী হবে? নয়াদিল্লি : ভারতীয় রেলওয়ে শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি দেশের লাইফলাইন। ভারতীয় রেল প্রতিদিন কোটি কোটি মানুষকে একসূত্রে বাঁধে, অর্থনীতিকে গতি দেয় এবং ভারতের বৈচিত্র্যকে তুলে ধরে। প্রতিদিন অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সমান মানুষ ভারতীয় রেলে চলাফেরা করেন। অনেক…









