Shilpa Shetty: আচমকাই মৃত্যু কাছের মানুষের, বাতিল গণপতি উত্সব! শোকে পাথর শিল্পা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার থেকে সারা দেশ জুড়ে শুরু হয়েছে গণেশ পুজো (Ganesh Chaturthi)। মহারাষ্ট্রের প্রায় ঘরে ঘরে গণপতির আরাধনা হয়ে থাকে। তারকারাও বাড়িতে নিয়ে আসেন গণপতিকে। যেকজন তারকার বাড়িতে সাড়ম্বরে পালিত হয় গণেশ উত্সব, তাঁদের মধ্যে অন্যতম শিল্পা শেট্টি (Shilpa Shetty)। তবে এবছর বাড়িতে গণপতিকে আনছেন না শিল্পা। কেন এই সিদ্ধান্ত? জানালেন অভিনেত্রী। সোমবার শিল্পা জানালেন যে এবছর তাঁদের বাড়িতে গণপতি আসছেন না। গণেশ চতুর্থীর উৎসব বাতিল করেছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। সোমবার (২৫ আগস্ট,…








