গলায় চেপে বসছে ট্রাম্পের শুল্ক-ফাঁস, আমেরিকার ‘Dirty 15’ দেশের তালিকায় কে কে?
নয়াদিল্লি: বাণিজ্য শুল্ক নিয়ে রণংদেহি মেজাজে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ এপ্রিল থেকে একাধিক দেশের উপর শুল্কের পাল্টা শুল্ক বসল। ২ এপ্রিল দিনটিকে আমেরিকার জন্য ‘মুক্তির দিন’ বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ট্রাম্প। পৃথিবীর সব দেশ নয়, বরং বেছে বেছে ১৫টি দেশের উপরই চড়া শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। আমেরিকার সরকার এই ১৫টি দেশকে “Dirty 15′ বলে উল্লেখ করা হয়েছে। (US Tariff War) আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুল্কের পাল্টা শুল্ক ব্যাখ্যা করতে গিয়ে ‘Dirty 15’-এর উল্লেখ করেন। যে সমস্ত দেশ চড়া…