৪৩-ও তাক লাগাচ্ছেন ধোনি, মাহির ফিটনেস দেখে স্তম্ভিত হরভজনও
নয়াদিল্লি: বিগত অন্তত পাঁচ বছর ধরে তাঁর অবসর নিয়ে জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। তবে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ক্ষেত্রে কখনই আগেভাগে কিছু বলা সম্ভব নয়। সব কানাঘুষোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফের একবার চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল (IPL 2025)মাতাতে তৈরি মাহি। তবে ৪০-র গণ্ডি পার করার পর নিজের ফিটনেস ধরে রাখা যে একেবারেই সহজ নয়। ৪৩-র ধোনি কীভাবে নিজেকে ফিট রাখেন। বিশেষত তিনি যেখানে আইপিএল বাদে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেন না। ঠিক এই প্রশ্নটাই ধোনির প্রাক্তন…